মারা গেছেন সরোদবাদক কিংবদন্তি ওস্তাদ আশীষ খাঁ
উপমহাদেশের প্রখ্যাত সরোদবাদক কিংবদন্তি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন। শুক্রবার ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস তিনি।
কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করা হয় আশীষ খাঁর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তার একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি এবং তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’
ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদবাদক। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি এবং ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে। তার মৃত্যুতে ভারতের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনএকজন অভিনয়শিল্পী, সুরকার এবং পরিচালক হওয়ার পাশাপাশি, তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্টস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন সহযোগী অধ্যাপক ছিলেন।
১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্মগ্রহণ করেন আশীষ খাঁ। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে শো করেছেন তিনি। তিনি দাদা ও বাবার সঙ্গে কলকাতায় ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এ শো করেছেন আশীষ।
মন্তব্য করুন