ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

জীর্ণতা ভেঙে সুখের বারতা নিয়ে বাংলার ঘরে আসছে অগ্রহায়ণ

জীর্ণতা ভেঙে সুখের বারতা নিয়ে বাংলার ঘরে আসছে অগ্রহায়ণ, ছবি : দৈনিক করতোয়া

হাফিজা বিনা : আধুনিক যুগের এই অস্থির সময়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। নবান্ন উৎসব এখন পালিত হয় শুধুমাত্র সাংস্কৃতিক পরিমন্ডলে। কয়েক বছর থেকে ক্রমবর্ধমান খাদ্যশস্যের দাম বাড়তে থাকায়য় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আসছে ’৩২ সাল আরও কঠিন হবে এই আশংকা করছেন কৃষকেরা।

তবুও আমাদের দেশের কৃষাণ-কৃষাণীর কাছে সুখের বার্তা বয়ে এনেছে অগ্রহায়ণ মাস। সময়ের প্রয়োজনে কৃষাণ-কৃষাণীর দোড়গোড়ায় এসেছে নবান্ন। শনিবার পহেলা অগ্রহায়ণ। ইতোমধ্যে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে পাকা ধান কাটার উৎসব। এ মাসে দেশের দিগন্তজোড়া মাঠের কাঁচা-পাকা ধানের সাথে কৃষাণ-কৃষাণীর হৃদয়ের বন্ধন দৃঢ় হয়।

মাঠের পর মাঠের পাকা সোনালী ধানের চেহারা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে  কৃষক পরিবার। ধানের ভারি সোনালী শীষ দেখে আগামীর স্বপ্ন বুনে কৃষাণী ও তার পরিবার নিয়ে। পাকা ধান কাটার পর দেশের প্রতিটি কৃষকের আঙ্গিনা নতুন ধানে ভরে ওঠে। সেই সাথে পাকা ধানের গন্ধে মৌ মৌ করে ওঠে চারিদিক। ক’দিন আগেও অলস সময় কাটানো কৃষক পরিবারে ধান কাটা শুরু হলে দম ফেলার সময় থাকে না।

একদিকে ধানের কাজ, অন্যদিকে নতুন ধানের নতুন চাল, নতুন খাবার তৈরি করতে হয় নিজের ও আত্মীয়দের জন্য। সর্বোপরি যারা কষ্ট করে ধান ফলায়, সেই কৃষকের জন্য হলেও নবান্ন উৎসবে মেতে উঠতে হয়।

আরও পড়ুন

প্রতি বছরের মত এবারও আমাদের মাঝে নবান্ন উৎসব এসেছে একটু ভিন্নতা নিয়ে। এখনও শীত তেমনভাবে জমে ওঠেনি। তাই নবান্ন উৎসব নিয়ে গ্রামের কৃষাণ-কৃষাণীর মাঝে তেমন উচ্ছ্বাস দেখা মিলছে না। যত প্রতিকূল অবস্থা হোক না কেন প্রতি বছরের মত এবারও নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষাণ-কৃষাণীর সাথে এদেশের প্রতিটি সাংস্কৃতিমনা মানুষ।

নতুন ধানের আটা করে বাংলার ঘরে ঘরে পিঠা-পুলি বানানো এবং খাওয়ার ধুম পড়েছে ক’দিন থেকেই।  কুয়াশায় আচ্ছন্ন শীতের মিষ্টি রোদের সকালে  শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে এরই মধ্যে  কুসলি, ভাাঁপা,  চিতই পিঠা  নিয়ে বসেছে মৌসুমি বিক্রেতারা। এরই মধ্যে  সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত সময় পার করছেন সংগঠন কর্মীরা।

এদিকে শনিবার ১ অগ্রহায়ণ -১৪৩১ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বগুড়া পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে নবান্নউৎসব "নতুন ধানে ভাত রেধেছি" অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূ-গর্ভস্থ পানির স্তর নামছে

নওগাঁর রাণীনগরে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনতাই

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডেঙ্গু পরিস্থিতি

বিয়ে নিয়ে কী ভাবছেন তানজিন তিশা ? | Tanjin Tisha | Film Actor | Daily Karatoa

পুনরায় চালু হল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন