পুনরায় চালু হল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : দীর্ঘ সাড়ে তিনমাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা-সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬ টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এসময় পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথম দিনেই ঢাকাগামী যাত্রী ছিলো চোখে পড়ার মত। আবারো বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছসিত সিরাজগঞ্জবাসী।
উল্লেখ্য গত ৪ আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়।
এরপর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর বন্ধ ট্রেন চালু করার দাবিতে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে সামাজিক আন্দোলনে নামেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু। ট্রেন চালুর দাবিতে লাগাতার সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঅবশেষে ট্রেন চালুর দাবি মেনে নেন রেল কতৃপক্ষ। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬ টায় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মন্তব্য করুন