ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

ইমরুলের বিদায়ী ম্যাচে সম্মান জানালেন তামিম-আশরাফুল-নান্নু

ইমরুলের বিদায়ী ম্যাচে সম্মান জানালেন তামিম-আশরাফুল-নান্নু, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফেসবুকে এক ভিডিও বার্তায় টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমরুল কায়েস। খুলনা বিভাগের জার্সিতে সেই বিদায়ী ম্যাচ ছিল আজ শনিবার। 

মিরপুর শের-ই বাংলায় ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ইমরুল ফিরেন ১৬ রানে। পরে দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় ইমরুলকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল ও সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।এর আগে গত বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ‘১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’

আরও পড়ুন

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন ইমরুল। আর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন গত ২০১৯ সালে ভারতের বিপক্ষে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন ইমরুল। যেখানে তার রান ১৭৯৭। সেঞ্চুরি ৩টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে স্কুলে ছুরি নিয়ে হামলায় নিহত ৮ 

মোহাম্মদপুরে কুপিয়ে আহত করা মামলায় গ্রেপ্তার ১

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় আহত ইসলামি বক্তা সাইফুল্লাহ 

 নিখোঁজের দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে মরদেহ উদ্ধার

চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

পতিত ফ্যাসিস্ট শক্তি অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে চাইছে