ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

শেরপুরে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

শেরপুরে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে অসুস্থ মা হালিমাকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে মেয়ে আমিরন মারা যান। জেলা সদর থেকে শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে বাড়িতে যাওয়ার পথে আমিরন গুরুতরভাবে আহত হয়। 

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ও পরদিন শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই আমিরন মারা যান। 

আমিরন নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার কন্যা ও নকলা উপজেলার জনৈক রুবেল মিয়ার স্ত্রী।

পুলিশ জানা, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তারই কন্যা আমিরন খাতুন শুক্রবার বিকেলে শেরপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছলে ব্যাটারিচালিত রিকশাতে ভাঙা সড়কে হঠাৎ ঝাঁকি লাগে। এতে অসাবধানতাবশত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির ৭ গোলের রেকর্ড, কোয়ার্টারে নেদারল্যান্ডস

মাওলানা ভাসানী জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম : তারেক রহমান

সাবেক স্পিকার শিরিন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

গণতন্ত্র ফেরাতে ড. ইউনূসের রূপরেখা ঘোষণার প্রত্যাশা ব্রিটিশ মন্ত্রীর

নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা হামলা

থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত