ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

চীনে স্কুলে ছুরি নিয়ে হামলায় নিহত ৮ 

চীনে স্কুলে ছুরি নিয়ে হামলায় নিহত ৮, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনায় ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। পুলিশ জানিয়েছে, পূর্ব চীনের ওয়াক্সি শহরের একটি ভোকেশনাল স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী ওই স্কুলেরই একজন সাবেক শিক্ষার্থী। তাকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।ইক্সিং পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইক্সিং কাউন্টির ওয়াক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ২১ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ওই সাবেক শিক্ষার্থী চলতি বছর স্নাতক করার কথা ছিল কিন্তু পরীক্ষায় ফেল করায় সম্ভবত তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।ওই শিক্ষার্থী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। সে রাগ এবং ক্ষোভ নিয়ে স্কুলে প্রবেশ করে লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো চীনে এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে এক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে ভীড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে ৩৫ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়।সাম্প্রতিক সময়ে চীনের বিভিন্ন শহরে নানা ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। এর আগে গত অক্টোবরে এক ব্যক্তি একটি সুপার মার্কেটে ছুরি নিয়ে হামলা চালালে তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির ৭ গোলের রেকর্ড, কোয়ার্টারে নেদারল্যান্ডস

মাওলানা ভাসানী জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম : তারেক রহমান

সাবেক স্পিকার শিরিন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

গণতন্ত্র ফেরাতে ড. ইউনূসের রূপরেখা ঘোষণার প্রত্যাশা ব্রিটিশ মন্ত্রীর

নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা হামলা

থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত