বগুড়ায় নকল সার ও কীটনাশক কারখানায় অভিযান, আটক দুই
স্টাফ রিপোর্টার : বগুড়া পৌরশহরের গোদরপাড়ায় নকল সার ও কীটনাশক তৈরির এক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাতে নামহীন ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযনাকালে কারখানায় বস্তায় বস্তায় রাখা পাথর, মাটি ও সিমেন্ট পাওয়া যায়, যা দিয়ে তৈরি হতো নকল টিএসপি সার ও কীটনাশক। নামি-দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে ছাড়া হতো বাজারে। এসময় দেড়শ’ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪শ’ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ‘অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন