ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

জার্মানির ৭ গোলের রেকর্ড, কোয়ার্টারে নেদারল্যান্ডস

জার্মানির ৭ গোলের রেকর্ড, কোয়ার্টারে নেদারল্যান্ডস, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নেশন্স লিগে বসনিয়া ও হার্জেগোভিনাকে গোলের রেকর্ডে জয় পেয়েছে জার্মানি। তাদের জালে বল পাঠিয়েছে ৭ বার! ৭-০ গোলের জয়ে ‘এ’ লিগের গ্রুপ তিনের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে। আগের ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জার্মানির হাতে আছে আরও একটি ম্যাচ। একই গ্রুপ থেকে নেদারল্যান্ডসও শেষ আট নিশ্চিত করেছে। হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে জার্মানি আছে শীর্ষে। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস।  

জার্মানির ৭-০ গোলের জয় নেশন্স লিগের ৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ। দুই মিনিটের মাথায় জশুয়া কিমিচের ক্রস থেকে হেড করে জাল কাঁপান মুসিয়ালা। ২৩ মিনিটে জার্মানির হয়ে নিজের প্রথম গোলটি করেছেন টিম ক্লাইনডিয়েনস্ট। বিরতির আগে কাই হাভার্টজ আরও একটি গোল করলে ম্যাচটা নিজেদের আয়ত্তে আনে জার্মানি। ততক্ষণে তছনছ বসনিয়ার রক্ষণ। বিরতির পর জার্মানি আরও চেপে বসে। ৫০ ও ৫৭ মিনিটে গোল উৎসবে যোগ দেন ফ্লোরিয়ান ভির্টজ। ৬৬ মিনিটে ষষ্ঠ গোলটি করেছেন লেরয় সানে। ১০ মিনিট বাকি থাকতে বসনিয়ার দুঃখ আরও বাড়িয়ে দেন ক্লাইনডিয়েনস্ট। নিজের দ্বিতীয় গোলটি তুলে নিলে রেকর্ড জয় নিশ্চিত হয় জার্মানির।

আরও পড়ুন

 এদিকে, নেদারল্যান্ডস-হাঙ্গেরি নিজেদের মুখোমুখি হওয়ার আগে দল দুটির পয়েন্ট ছিল ৫। শেষ আটে জার্মানির সঙ্গে জয়ী দলের যোগ দেওয়ার কথা। সেখানে শেষ হাসি হেসেছে ডাচ দল। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন ভাউট ভেঘোর্স্ট ও কোডি গাকপো। দ্বিতীয়ার্ধে ম্যাচটা নিরাপদ নিজেদের আয়ত্তে নিতে সহায়তা করে ডেনজেল ডামফ্রিস ও টিউন কুপমেইনার্সের গোল।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে খেলা নিয়ে যা জানালেন রিশাদ

যে বিষয়ে একমত বাইডেন-শি জিনপিং

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপে যারা

মানিকনগরে ঘরের ভেতরে লুকিয়ে রাখা মাদকসহ আটক ১

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ‘দ্রুতই শেষ’ হবে যুদ্ধ : জেলেনস্কি

জাতির উদ্দেশে আজ সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা