ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১০

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১০, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তের অবরুদ্ধ গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে অবস্থিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার (১৬ নভেম্বর) উত্তর গাজায় জাতিসংঘ পরিচালিত আবু আসি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর : আল জাজিরা 

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও লোকজন আটকে থাকতে পারে। জাতিসংঘের স্কুলে হামলার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খুদরি বলেছেন, ওই স্কুলে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষ গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত হয়েছিল। আহতদেরও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা যায়নি বলে জানিয়েছেন তিনি। শহরে একটি হাসপাতালে কার্যক্রম চালু থাকায় গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে উল্লেখ করেছেন হিন্দ খুদরি। কারণ উত্তর গাজা ৪০ দিনেরও বেশি সময় ধরে অবরোধের মধ্যে রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, শনিবার গাজাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি অভিযানে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে ৪৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে এক লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে হত্যার দায়ে পরকীয়া প্রেমিক ও স্ত্রীর মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে প্রধান শিক্ষক-দাতা সদস্যের সংঘর্ষে আহত ৪০

ঝিনাইদহে গ্যারেজে কমপ্রেশার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

পার্লামেন্টে বিল ছিঁড়ে নাচতে লাগলেন এমপি

দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মায়ার বাড়িতে আগুন