ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

অবসরের পর ফুটবলে ফিরতে চান না রোনালদো

অবসরের পর ফুটবলে ফিরতে চান না রোনালদো, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার রাতে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করার পর নতুন করে আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। এই চল্লিশ ছুঁইছুঁই বয়সে এমন গোল করছেন, অনায়াসে তো আরও ক’বছর খেলতে পারবেন। তবে অবসর নিয়ে নাকি কোনো পরিকল্পনা নেই পর্তুগিজ মহাতারকার। অবশ্য আগামী দু-এক বছরের মধ্যে বিদায়ের ক্ষণটি আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যাই করেন, আচমকা সিদ্ধান্ত নেবেন বলেও জানান রোনালদো।

পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর অবসর প্রসঙ্গে রোনালদো নিজেই সবার কৌতূহল মিটিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা? যদি এটি হতেই হয়, এক বা দুই বছরের মধ্যে... আমি জানি না। দ্রুতই আমার বয়স ৪০ হবে... সত্যিই সময়টা উপভোগ করতে চাই। যতদিন তাগিদ থাকবে, ততদিন খেলব। যে দিন কোনো অনুপ্রেরণা পাব না, অবসর নিয়ে নেব।’ যখনই অবসর নেন, সিদ্ধান্ত আচমকা হবে বলেও জানিয়েছেন তিনি, ‘জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। তবে আগে থেকে কোনো ঘোষণা করব না, হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।’ অবসরের পর কোচিংয়ে আসার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পর্তুগাল অধিনায়ক, ‘নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। আমার এমন কোনো পরিকল্পনাই নেই। ফুটবলের বাইরে ভিন্ন কোনো কিছুতে নিজের ভবিষ্যৎ খুঁজে নেব। সময়ই বলে দেবে ভবিষ্যতে আমি কী করব।’ 

আরও পড়ুন

চলতি নেশন্স লিগের ‘এ’ লিগে ৫ গোল নিয়ে সবার ওপরে রোনালদো। চলতি মৌসুমে ক্লাবের হয়েও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আল নাসরের হয়ে ১৫ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্বামীকে হত্যার দায়ে পরকীয়া প্রেমিক ও স্ত্রীর মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে প্রধান শিক্ষক-দাতা সদস্যের সংঘর্ষে আহত ৪০

ঝিনাইদহে গ্যারেজে কমপ্রেশার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

পার্লামেন্টে বিল ছিঁড়ে নাচতে লাগলেন এমপি

দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে