ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

‘জো বাইডেনের মতো স্মৃতি হারাচ্ছেন নরেদ্র মোদি’

‘জো বাইডেনের মতো স্মৃতি হারাচ্ছেন নরেদ্র মোদি’, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায়ই শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের নাম ভুলে যাওয়ার জন্য খবরের শিরোনাম হয়েছেন। এবার জো বাইডেনের সঙ্গে তুলনা টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার (১৬ নভেম্বর) মহারাষ্ট্রের অমরাবতীতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাহুল বলেন, মার্কিন প্রেসিডেন্টের মতোই স্মৃতিভ্রম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির। খবর : হিন্দুস্তান টাইমস।

জনসভায় কংগ্রেস নেতা বলেন, আমার বোন আমাকে বলছিলেন যে তিনি মোদিজির বক্তৃতা শুনেছেন। আমাদের ভাষণে আমরা যাই বলি না কেন, মোদিজি আজকাল একই কথা বলছেন। আমি জানি না কেন? হয়তো তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। আমেরিকার প্রেসিডেন্ট প্রায়ই নেতাদের নাম ভুলে যান। তাকে পিছন থেকে নাম স্মরণ করিয়ে দিতে হয়। একইভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতি হারাচ্ছেন বলে মনে হচ্ছে। রাহুল আরও বলেন, লোকসভায় মোদিজিকে বলেছিলাম যে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক ৫০ শতাংশ সংরক্ষণের সীমা তুলে দেবে। কিন্তু, এখন মোদিজি বলছেন আমি সংরক্ষণের বিরোধী। এরপরেই মোদিকে নিশানা করে রাহুল বলেন, আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন।

এদিনের সমাবেশে রাহুল গান্ধী আবারও দেশব্যাপী জাতিশুমারির পক্ষে কথা বলেন। মোদি সরকারকে এটি পরিচালনা করার আহ্বান জানান। জাতিশুমারি প্রসঙ্গে রাহুল মন্তব্য করেন, আমি মোদিজিকে জাতিশুমারি করতে বলেছিলাম। দেশের কত দলিত, আদিবাসী এবং ওবিসি আছে তা জানা উচিত। এরপরে হয়তো মোদিজি বলবেন যে আমি জাতিশুমারির বিরুদ্ধে। এছাড়াও সংবিধানের প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, আমরা গত এক বছর ধরে বলে আসছি যে বিজেপি সংবিধানকে আক্রমণ করছে। কিন্তু, প্রধানমন্ত্রী মোদিজি বলছেন, কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে খরগোশ পুষতে চাচ্ছেন?

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

আপনি কি ঘন ঘন কাশির সিরাপ খাচ্ছেন?

ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ইরানের গোপন পরমাণু কেন্দ্রে ই স রায়েলের হা ম লা | Iran | Israel | Karatoa International

বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি