মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য টুটুলকে আটক
নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনীতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (১৭ নভেম্বর) ভোরে তাকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।
আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ক্রাইম প্রিভেনশন সেন্টার-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ও গাংনী থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী একটি টিম শনিবার রাত ৯টা থেকে রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত টুটুল মেম্বারের বাড়িতে টানা অভিযান চালান। এসময় তার কাছ থেকে একটি নাইন শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় তৈরি চারটি ধারালো অস্ত্র হাসুয়া, কৃষি অধিদপ্তরের আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ৪৫ প্যাকেট সরিষা বীজ, ৯ প্যাকেট মাস কলাই বীজ, ১৫ বস্তা টিএসপি, ডিএপি ও পটাশ সার, ত্রাণের ২০টি কম্বল, মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাদ্দকৃত হতদরিদ্র নারীদের দুইটি সেলাই মেশিন, পুষ্টি কর্মসূচির আওতায় শিশুদের জন্য বরাদ্দকৃত ২০ কেজি চাউল ও দুইটি চাউল রাখার ড্রাম জব্দ করা হয়েছে।
আরও পড়ুনঅভিযানে ২৭ রেজিমেন্ট আর্টিলারির মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রওশন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ক্রাইম প্রিভেনশন সেন্টার-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উদ্দীন ও গাংনী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন।
এসব ঘটনায় তার বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আজমাইন হোসেন টুটুলকে গাংনী থানায় নেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আজমাই হোসেন টুটুলকে থানায় সোপর্দ করেছে যৌথবাহিনী। মামলাসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন