ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

নেত্রকোনার দুর্গাপুরে কৃষক রফিক ওরফে রহিত মিয়ার হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 

আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

এ সময় একই মামলায় প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা এবং লাশ গুম করার অপরাধে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন - দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিল কাকড়াকান্দা গ্রামের ইসমাইল হোসেন, কাজল মিয়া, মজিবুর রহমান, আশ্রব আলী, ছামেদুল, শাজাহান আলী, নজরুল ও নুরুল আমিন। 

নিহত আবদুর রফিক গাঁওকান্দিয়া ইউনিয়নের পশ্চিম নন্দেরছরি গ্রামের মো. আবদুল মোতালেবের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

আরও পড়ুন

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হন মো. তোতা মিয়া ও মো. হাবিবুর রহমান। নিহত রফিক মিয়া প্রার্থী মো. হাবিবুর রহমানের পক্ষে ছিলেন। এতে ক্ষুব্ধ হন পরাজিত পক্ষ তোতা মেম্বারের সমর্থকরা। এরই জেরে ২০১২ সালের ২৪ জানুয়ারি জমিতে সেচ দিতে যান রফিক। পরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করার পর চিনাকুড়ি বিলে তোতা মেম্বারের বোরো ধানের ক্ষেতের কাদায় বস্তাবন্দী করে পুঁতে রাখে। 

পরে ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এর প্রেক্ষিতে ২৬ জানুয়ারি দুর্গাপুর থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহত রফিকের পিতা আ. মোতালেব। 

দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিলের পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে এ মামলায় জড়িতদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। 

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল হাসেম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন জাহিদুল ইসলাম সৈকত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে মাছের মেলায় ভিড় বেশি দামে অসন্তষ্ট ক্রেতা

মিরপুরে ভারতীয় সিগারেটসহ গ্রেপ্তার ১

সাফজয়ী প্রত্যেক মেয়েকে ফ্রিজ উপহার দিল ওয়ালটন

নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে রাজু স্টোরকে ১২ হাজার টাকা জরিমানা

বালুর ট্রাকে মিলল ৩১২ বস্তা ভারতীয় চিনি, আটক ৩