ভিডিও রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক ১৪ মন্ত্রী-উপদেষ্টা-বিচারপতি-সচিবকে

সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক ১৪ মন্ত্রী-উপদেষ্টা-বিচারপতি-সচিবকে, ছবি : দৈনিক করতোয়া

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্রসচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার হাজির করা হবে।

আজ রোববার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। যাদেরকে হাজির করা হবে তারা হলেন—আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, তৌফিক এলাহী, দিপু মনি, সালমান এফ রহমান, ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে।

গত ১৭ অক্টোবর পৃথক দুই আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।

আরও পড়ুন

অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। একইসঙ্গে এ মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর রেখে এই সময়ের মধ্যে আসামিকে আদালতে হাজির করতে বলা হয়। সে অনুযায়ী গ্রেপ্তার আসামিদের হাজির করা হচ্ছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দি গণকপাড়া কলেজ তালাবদ্ধ করার অভিযোগ

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় মাছের মেলাসহ বিভিন্ন আয়োজনে হলো নবান্ন উৎসব

বগুড়ার ধুনটে পাতা হলুদ রোগে মারা যাচ্ছে ক্ষেতের বেগুন গাছ : দুশ্চিন্তায় কৃষক

বগুড়ায় প্রায় ৫০০ বস্তা নকল সার ও কীট নাশক তৈরীর উপকরণ জব্দ

সড়ক দুর্ঘটনায় বগুড়া আদমদীঘির গোড়গ্রাম জি.এম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু