ভিডিও সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

বগুড়ার সারিয়াকান্দি গণকপাড়া কলেজ তালাবদ্ধ করার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি গণকপাড়া কলেজ তালাবদ্ধ করার অভিযোগ, প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির গণকপাড়া কলেজ তালাবদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবু সাদাত মো. হুমায়ূন কবির আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গণকপাড়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির আজ রোববার (১৭ নভেম্বর) সকালে কলেজে উপস্থিত হওয়ার পর বেতন উত্তোলন করতে সারিয়াকান্দি সোনালী ব্যাংকে যান।

এরপর অফিস সহকারী হিরা আক্তারের মুঠোফোনে তিনি জানতে পারেন, কলেজের সাবেক অধ্যক্ষ নাদির শাহ কয়েকজন দুষ্কৃতকারীদের সাথে নিয়ে কলেজে চাঁদা দাবি করেন এবং বর্তমান অধ্যক্ষকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এরপর কলেজের অফিস কক্ষ এবং মূল গেইট তালাবদ্ধ করেন। এতে কলেজের শিক্ষার্থীরা ভয় পেয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

আরও পড়ুন

এ বিষয়ে অধ্যক্ষ হুমায়ূন কবির বলেন, সাবেক অধ্যক্ষ আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বেশকিছু অভিযোগ দায়ের করেছেন। সেইসব অভিযোগের তদন্ত রিপোর্ট তার বিপক্ষে চলে এসেছে। তাই তিনি ক্ষোভে এ ধরনের কাজ করেছেন। কলেজ তালাবদ্ধ করায় শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে চাইলে সাবেক অধ্যক্ষ নাদির শাহের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে শিম চাষে ঘুরে দাঁড়ানো চেষ্টায় পাবনার কৃষক

আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রুহুল কবির রিজভী

বগুড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

বগুড়ার সারিয়াকান্দি গণকপাড়া কলেজ তালাবদ্ধ করার অভিযোগ