দিনাজপুরের কাহারোলে মাদক কারবারি আটক
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে এক মাদক কারবারিকে আটক করেছে কাহারোল থানা পুলিশ।
দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, গত রোববার সন্ধ্যার সময় উপজেলার তারগাঁও ইউনিয়নের তারগাঁও গ্রামের মো. হবিবর রহমানের ছেলে মো. হিটলার হোসেনকে (৪২) কাহারোল থানার এসআই মো. শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রির সময় সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে তারগাঁও গ্রামের উপুরপুরি বাজারের পাশে থেকে তাকে হাতে-নাতে আটক করে তাকে থানায় নিয়ে আসে।
পরে তাকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রির দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন