কলাপাড়ায় ডাকাত দলের ৬ সদস্য আটক
পটুয়াখালী কলাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে স্থানীয়রা।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আটক ব্যক্তিরা হলেন- ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)।
এদের মধ্যে দুজনের বাড়ি গামুরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটক ব্যক্তিদের আসা যাওয়া ছিল। মঙ্গলবার ভোর রাত তিনটায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাত দলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে।
কলাপাড়া থানার (ওসি) জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের মধ্যে দুজনের নামে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।
মন্তব্য করুন