ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

টিকটক বানাতে গিয়ে দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিহত রাফি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশের বিলের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার পৌরসভার আলমনগর গ্রামের মো. শামসুল হকের ছেলে। পরিবারে দুই বোন, দুই ভাইয়ের মধ্যে রাফি ছোট। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচাতো ভাই মো. জামাল হোসেন জানান, রাফি কলেজের কাজ শেষ করে ওর বন্ধু থেকে জোর করে মোটরসাইকেল নিয়ে টিকটক বানাতে যায়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিরাপত্তা পিলারে ধাক্কা লেগে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁকে নিরপত্তা পিলারে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, এ সংক্রান্ত একটি সংবাদ শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হচ্ছে ৯৬ শতাংশ

দিনাজপুরের কাহারোলে ঘন কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার 

বিভিন্ন স্থানে বিজ্ঞান মেলা শুরু

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

সরকারি প্রণোদনার বীজ ও সারসহ কৃষি কর্মকর্তা আটক

নওগাঁর মান্দায় রাতারাতি উধাও দুই এনজিও, গ্রাহকদের বিক্ষোভ