ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নয়ারের প্রথম লাল কার্ড, জার্মান কাপ থেকে বিদায় বায়ার্নের

নয়ারের প্রথম লাল কার্ড, জার্মান কাপ থেকে বিদায় বায়ার্নের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ম্যানুয়েল নয়ারের দীর্ঘ ক্যারিয়ারে কোনো লাল কার্ড ছিল না। ক্যারিয়ারের সায়াহ্নে এসে সেটার তিক্ত স্বাদ পেলেন সাবেক জার্মান গোলরক্ষক। তার লাল কার্ডের দিনে ১০ জনের বায়ার্নও পেরে ওঠেনি লেভারকুসেনের সঙ্গে। জার্মান কাপে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলের জয়ে কোয়ার্টারে পৌঁছে গেল জাভি আলোনসোর দল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ম্যাচের শুরুতেই বড় একটা ধাক্কা খায় বায়ার্ন। সপ্তদশ মিনিটে বক্স থেকে বেরিয়ে প্রতিপক্ষের ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করে লাল কার্ড দেখেন নয়ার। পেশাদার ক্যারিয়ারে দুই দশক পর এসে এই প্রথম তিক্ত অভিজ্ঞতা হলো তার। নয়ারের বিদায়ের পর বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ফলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। প্রথমার্ধে তাও কয়েকটি আক্রমণ করে ভিনসেন্ট কোম্পানির দল। তবে গোল না পাওয়ায় দুই দল গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায়।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে আক্রমণের রেশ ধরে রেখে ৬৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি পেয়ে যায় লেভারকুসেন। সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেডে দলকে শেষ আটের পথে এগিয়ে নেন বদলি নামা নাইজেরিয়ার মিডফিল্ডার টেলা। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এ নিয়ে জার্মান কাপে পাঁচ আসরে কোয়ার্টারের গণ্ডি পার হতে পারলো না বায়ার্ন। জার্মান কাপে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা সবশেষ শিরোপা জিতেছিল ২০১৯-২০ মৌসুমে।

জার্মান কাপে না পারলেও বুন্দেসলিগায় ঠিকই আধিপত্য ধরে রেখেছে বায়ার্ন। এদিকে গেলবারের চ্যাম্পিয়ন লেভারকুসেন চলতি মৌসুমে পেরে উঠছে না। শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে আছে তারা। তবে বায়ার্নকে হারানোর আত্মবিশ্বাসটুকূ সামনে কাজে লাগবে বলা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার