ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ

সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, প্রতীকী ছবি

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন এবং জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের অস্তিত্ব, অপপ্রচার ও আগ্রাসন ঠেকাতে দলগুলো সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গত বুধবার বিকালে  রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ সংলাপ দেশের চলমান নানা ইস্যুতে আলোচনা হয়, দলগুলো নিজেদের বক্তব্য তুলে ধরেন। বৈঠকের পর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা ছিল। তবে সবাই দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশকে মুছে দিতে ‘কল্পকাহিনী’ প্রচার করা হচ্ছে মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে তা ঠেকাতে একজোট হওয়ার আহবান জানান। রাজনৈতিক দলগুলো তার আহবানে সাড়া দিয়ে এক সঙ্গে কাজ করবে বলেন জানান।

চরম রাজনৈতিক সংকটেও গত ১৬ বছরে ডান-বাম ইসলামপন্থী সব রাজনৈতিক দলকে এক জায়গায় আনার এমন সফল উদ্যোগ আগে দেখা যায়নি। ড. ইউনূসের আমন্ত্রণে এখন এক কাতারে এসেছে। অপপ্রচার ঠেকাতে সবাইকে একজোট হওয়ার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে আমরা এক আমরা যা পেয়েছি তা এক যোগে পেয়েছি।

কোনো মতভেদের মধ্যে পাইনি। কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের ওপর চেপেছিল তাদের আমরা বের করে দিয়েছি। আমরা নিজেরাই উন্ম্ক্তু হয়েছি। সে জিনিসটা সবার সামনে তুলে ধরা। সবাই মিলে করলে একটা সমবেত শক্তি আসবে।

আশার কথা, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সুযোগ তৈরি হয়েছে এবং প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা জানি, অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলার জন্য এবং যদি কোনো বহি শক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

এ ছাড়াও জাতীয় ঐক্য গড়ে ধর্মীয় সম্প্রীতির ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। দেশের বিরাজমান পরিস্থিতির আলোকে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়। সংলাপে বিভিন্ন ধর্মের অন্তত ৪০ জন প্রতিনিধি অংশ নেন বলে জানা গেছে।

ধর্মীয় নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটা পরিবার। আমাদের নানা মত ধর্ম, রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একটা পরিবারের সদস্য। এটাতে জোর দেই। তিনি বলেন, ‘আমরা কেউ কারও শত্রু নই। আমরা বাংলাদেশি, সবাই এক কাতারে। সংলাপ শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আনাম সাংবাদিকদের বলেন, বিশ্বে বাংলাদেশের পক্ষে ও বিপক্ষে যেসব শক্তি রয়েছে, তাদের একটা বার্তা সরকার দিতে চেয়েছে।

সেটা হচ্ছে, বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দিক থেকে একটা জায়গায় মিলিত হয়েছে। সরকার যে কোনো মূল্যে যে কোনো ষড়যন্ত্র রুখতে কাজ করবে। হঠকারী কাজ এ সরকার আশ্রয় ও প্রশ্ন দেবে না। আমরা জাতীয় ঐক্য সৃষ্টির দিকে এগিয়ে যাব।

আমরা অন্তর্বর্তী সরকারের এই জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে দৃঢ় সমর্থন জানাই। কেননা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও চেষ্টা চলছে অশুভ মহলের পক্ষ থেকে। সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি, জাতীয় ঐক্য এবং জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে এই সংকটের সমাধান সম্ভব। জনসম্পৃক্ততা পারে সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা