ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে হবিগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি

বকেয়া বেতনের দাবিতে হবিগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি

নিউজ ডেস্ক:  বকেয়া বেতনের দাবিতে কাজে যোগ দেননি হবিগঞ্জ জেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চা বাগানের প্রায় ৪ হাজার শ্রমিক। ছয় সপ্তাহের বেতন-ভাতার মধ্যে দুই সপ্তাহের পরিশোধের কথা দিলেও শুক্রবার (৬ ডিসেম্বর) পর্যন্ত টাকা না পাওয়ায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ তথ্য জানিয়েছেন। তবে আগামী রোববার (৮ ডিসেম্বর) বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন (এনটিসির) ৬টি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় ৩ হাজার ৮৫০ জন। লোকসানে থাকায় ও ব্যাংক ঋণ না পাওয়ার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ গত ১২ সপ্তাহ ধরে এসব শ্রমিকের বেতন বন্ধ রাখে। এর মধ্যে বকেয়া পাওয়ার দাবিতে গত ৬ সপ্তাহ ধরে কাজ করেননি শ্রমিকরা।

নিপেন পাল জানান, সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার শ্রমিকদের ২ সপ্তাহের বকেয়া মাথাপিছু ২ হাজার ২০০ টাকা করে পরিশোধ করার কথা। ওই দিনই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল পর্যন্ত শ্রমিকরা বকেয়া বেতন পাননি।

আরও পড়ুন

এই শ্রমিক নেতা বলেন, শ্রম অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রোববারের মধ্যেই শ্রমিকদের হাতে টাকা পৌঁছাবে। আর তখন থেকেই তারা বাগানে পাতা উত্তোলনের কাজ করবেন।

জানা গেছে, এনটিসির মালিকানায় হবিগঞ্জের মাধবপুরে তেলিপাড়া ও জগদীশপুর চা বাগানে নিয়মিত শ্রমিক সংখ্যা ১ হাজার ৭০০ এবং চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পাড়কুল, নাসিমাবাদ ও সাতছড়ি বাগানে শ্রমিক রয়েছে আরও ২ হাজার ১৫০ জন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা শ্রীমঙ্গলে

অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার চট্টগ্রামে বিপিএল কনসার্ট

ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

রাঙামাটির নদী থেকে নিখোঁজ ২ পর্যটকের লাশ উদ্ধার 

কাট্টালি টেক্সটাইল শেয়ারহোল্ডারদের দিল নগদ লভ্যাংশ