সাউফ আফ্রিকা দলের ব্যাটিং কোচের পদ ছাড়লেন দুমিনি
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাদা বলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার জেপি দুমিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ ছেড়েছেন তিনি। মার্ক বাউচার অধ্যায় শেষ হওয়ার পর দুমিনি নিয়োগ পান ২০২৩ সালে রব ওয়াল্টারের সাপোর্ট স্টাফ হিসেবে।
দুমিনি তার আগে এসএ-টোয়েন্টি দল পার্ল রয়্যালস ও ঘরোয়া দল বোল্যান্ডের হেড কোচ ছিলেন। কিন্তু এটা নিশ্চিত নয় যে এই দলগুলোর দায়িত্ব নিতে যাচ্ছেন কিনা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলা প্রোটিয়া দলটির সঙ্গে ছিলেন দুমিনি। কিন্তু ক্যারিবিয়ানে ও যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্প থেকে ব্যক্তিগত কারণে আগেভাগেই বিদায় নেন তিনি। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড খুব শিগগিরই তার বদলি কাউকে খোঁজা শুরু করবে।
আরও পড়ুন
মন্তব্য করুন