ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-৩০

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়।

আজ শনিবার (৭ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের জগন্নাথপুর গাইনহাটি ও পঞ্চবটী গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

 

ঘটনার খবরপেয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: শাহিন মিয়া ও সেনাবাহিনীর ক্যাপটেন রায়হানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে শহরের পঞ্চবটী কাঠেরপুল এলাকায় বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে মারামারি হয়। ওই মারামারি সালিসি দরবারে মী মাংসা হয়। গত তিনদিন আগে গাইনহাটির যুবকরা ভৈরব বাজারে পঞ্চবটী গ্রামের ৩যুবককে মারধর করেন। এঘটনা মীমাংসার জন্য আজ শনিবার সকাল ১০টায় সালিশ বসার কথা ছিলো। কিন্তু সকালে গাইনহাটির লোকজন এলাকায় এক মুরুব্বি মৃত্যুর দুহাই দিয়ে শালিস দরবারে পরে হবে জানান অপর পক্ষকে। এর ঘন্টাখানেক পর গাইনহাটির লোকজন কাঠেরপুল এলাকায় পঞ্চবটীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দু'পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে দীর্ঘক্ষণ। এসময় কাঠেরপুল এলাকার ১০/১২টি দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।

ভৈরব থানার অফিস ইনচার্জ মো: শাহিন মিয়া জানান, খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কি নিয়ে ঘটনা ঘটেছে তা এখনো জানেন না তিনি। তদন্ত করে আইনগত ব্যাবস্থার কথা জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা শ্রীমঙ্গলে

অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার চট্টগ্রামে বিপিএল কনসার্ট

ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

রাঙামাটির নদী থেকে নিখোঁজ ২ পর্যটকের লাশ উদ্ধার 

কাট্টালি টেক্সটাইল শেয়ারহোল্ডারদের দিল নগদ লভ্যাংশ