মুক্তিযুদ্ধের দাবিদার দলটি মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড করেছে: নুর
আওয়ামী লীগকে ইঙ্গিত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, মুক্তিযুদ্ধের দাবিদার দলটি মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড করেছে। সবশেষ গণহত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, তরুণদের মনে রাখতে হবে, এই ৫৩ বছরে আমাদের রাজনৈতিক ইতিহাস খুব সুখকর নয়। কেউ কথা রাখেনি। যারাই ক্ষমতায় গেছে তারাই লঙ্কায় গিয়ে রাবনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালের তরুণরা স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারেনি, দেশ উল্টো পথে চলছিল। আজকের তরুণরা সরকারে আছে, আগামী সরকারেও থাকবে ও বর্তমানে রাজনীতি করছে এবং এই তরুণদের মাধ্যমেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
আমাদের জীবনে আজকের এই বিজয় দিবস ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ একটি দিন জানিয়ে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, এর আগেও আমরা এখানে ফুল দিতে, শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আপনারা দেখেছেন, গত ১৬ বছরে যেভাবে একটা একদলীয় ইতিহাস বিনির্মাণের অপচেষ্টা হয়েছে, সেখানে ভিন্নমতের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে এসেও নাজেহাল হয়েছে, হয়রানির শিকার হয়েছে।
আরও পড়ুনতিনি আরও বলেন, আজকে অন্তর্র্বতী সরকার বিভিন্ন দলমতের মানুষকে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ করেছে। আমরাও ছিলাম। এটি আমাদের জন্য আনন্দের এবং ঐতিহাসিক একটা দিন। আমরা বিদেশি বন্ধু পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।
মন্তব্য করুন