ভিডিও সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

কিশোর গ্যাংয়ের সদস্য আলভি ও রিশাদ

পটুয়াখালীর বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। আহত দুই শিক্ষার্থীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন।

ছুরিকাঘাতে আহতরা হলেন ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, রোববার (১৫ ডিসেম্বর) কলেজে একটি ক্রীড়া অনুষ্ঠান হয়েছিলো। সেখানে বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্য আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা আলভি ও রিশাদকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে আলভি ও রিশাদের নেতৃত্বে ১০-১৫ জন বহিরাগত হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের  অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, ইভটিজিং এর বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি। প্রতিবাদ করায় অভিযুক্ত বহিরাগতরা কলেজে প্রবেশ করে আমাদের দুজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রতীক কুমার কুন্ডু মহোদয়ের সাথে আলোচনা চলছে, তার পরামর্শ মোতাবেক বিকেলে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ঘটনা জানার পরে পুলিশ কলেজ পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগের এদেশের মাটিতে রাজনীতি করার কোন অধিকার নেই : জানে আলম খোকা

নাটোরের বড়াইগ্রামে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি

সন্ত্রাস করে এখন আর কেউ পার পাবে না : সাবেক এমপি মোশারফ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

বগুড়ার শিবগঞ্জে জাপা নেতা সাহিনুর গ্রেপ্তার

দিনাজপুরের কাহারোলে স্ত্রীর স্বপ্ন পূরণ করলেন স্বামী