ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কারাবাও কাপের সেমিতে আর্সেনাল-লিভারপুল-নিউক্যাসল

কারাবাও কাপের সেমিতে আর্সেনাল-লিভারপুল-নিউক্যাসল, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জেসুসের হ্যাটট্রিকে গত রাতে ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ) সেমিফাইনালে পৌঁছে গেছে আর্সেনাল। শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে লিভারপুলের জয় ২-১ গোলে, নিউক্যাসল ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ৩-১ গোলে। আজ রাতে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ জয়ী দল শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে।

নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আগের ম্যাচে প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্সেনাল। লন্ডনের দলটির ওপর তাই সমর্থকেরা কিছুটা মনঃক্ষুণ্ন ছিলেন। কাল ম্যাচের শুরুতে নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেস গানারদের বিপদ আরও বাড়ায়। ৪ মিনিটেই গোল করে প্যালেসকে এগিয়ে দেন জ্যঁ-ফিলিপ মাতেতা।

এরপর গ্যালারি থেকে আসতে থাকে একের পর এক দুয়োধ্বনি, যা চলতে থাকে বিরতির আগপর্যন্ত। কারণ, ১-০ গোলে পিছিয়ে থেকেই যে বিরতিতে যেতে হয় আর্সেনালকে। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন জেসুস। ৫৪, ৭৩ ও ৮১ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইংলিশ ফুটবলে তিনি সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালে প্রিমিয়ার লিগে। তবে তা ম্যানচেস্টার সিটির হয়ে। ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচটিতে তিনি জাল কাঁপিয়েছিলেন চারবার।

আরও পড়ুন

জেসুসের হ্যাটট্রিকের পর ৮৫ মিনিটে ব্যবধান ৩-২ করে ফেলে প্যালেস। গোল করেন এ মৌসুমেই আর্সেনাল ছেড়ে প্যালেসে যোগ দেওয়া এডি এনকেটিয়া। দক্ষিণ লন্ডনের ক্লাবটিকে এরপর আর ম্যাচে ফিরতে দেয়নি আর্সেনাল।এদিকে সাউদাম্পটনের মাঠে প্রথমার্ধেই লিভারপুলকে দুই গোলে এগিয়ে দেন দারউইন নুনিয়েজ ও হার্ভি এলিয়ট। ৫৯ মিনিটে ক্যামেরন আর্চারের গোলে সাউদাম্পটন ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি। আর্নে স্লটের অধীন ২৪ ম্যাচে এটি লিভারপুলের ২০তম জয়।

অন্য ম্যাচে ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে প্রথমার্ধেই জোড়া গোল করেন নিউক্যাসলের ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো তোনালি। বিরতির পর ফাবিয়ান শার ব্যবধান ৩-০ করেন। যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোল পায় ব্রেন্টফোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা