ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

জীবিত মুরগির ছানা গিলে যুবকের মৃত্যু, পেট থেকে জীবিত উদ্ধার হলো মুরগি!

সংগৃহীত,জীবিত মুরগির ছানা গিলে যুবকের মৃত্যু, পেট থেকে জীবিত উদ্ধার হলো মুরগি!

জীবিত মুরগির ছানা গিলে খেয়ে মৃত্যু হল ভারতীয় যুবকের। তবে তার পেট থেকে মুরগির ছানাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মুরগির ছানা ঢুকে পড়ায় যুবকের শ্বাসনালি ক্ষতবিক্ষত হয়। কী কারণে তিনি জীবিত মুরগি খেয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে গ্রামের কোনও তান্ত্রিকের পরামর্শে এই কাজ তিনি করে থাকতে পারেন, জানিয়েছেন পরিবারের সদস্যেরা।

অম্বিকাপুরের ছিন্দকালো গ্রামের ঘটনা। যুবকের নাম আনন্দ যাদব (৩৫)। তার পরিবারের লোকজন জানিয়েছেন, গোসল করে বেরিয়েই অচৈতন্য হয়ে পড়েন তিনি। অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কী কারণে এই মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যুবকের মরদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, যুবকের গলার কাছে একটি কাটা দাগ দেখা গিয়েছিল। পরে তার পেট কেটে বের করে আনা হয় জীবন্ত একটি মুরগির ছানা। যুবক কোনওভাবে সেটিকে গিলে ফেলেছিলেন। মুরগির ছানাটি প্রায় ২০ সেন্টিমিটার দীর্ঘ। তার ফলে যুবকের শ্বাসনালি এবং খাদ্যনালি রুদ্ধ হয়ে পড়ে। সেই কারণেই এই মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তিনি সারা জীবনে ১৫ হাজারের বেশি ময়নাতদন্ত করেছেন। কিন্তু এমন ঘটনা আগে কখনও দেখেননি।

আরও পড়ুন

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, যুবক বাবা হতে পারছিলেন না। তাই গত কয়েক দিন ধরে এক তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন। তার পরামর্শেই আস্ত মুরগির ছানা গিলে খেয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে। ওই তান্ত্রিকের সন্ধান করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি