ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক: বরগুনায় আমতলী উপজেলার খাকদান নামক এলাকায় খাবারের লোভ দেখিয়ে ৯ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই এলাকার সিদ্দিক মৃধার (৪০) নামে এমন অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে  এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ওই শিশুটির মা তাকে বাড়িতে রেখে ক্ষেতে কাজ করতে যায়। এ সময় শিশুটি বাড়িতে একা থাকায় অভিযুক্ত সিদ্দিক মৃধা তাকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন।

আরও পড়ুন

পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।পরবর্তীতে সেখান থেকে ভুক্তভোগী শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া ধর্ষণের খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীর পরিবার শিশুটির চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ছোটাছুটি করছেন। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ ওঠা ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা

‘আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না’