ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ভারতীয় দুর্বৃত্তদের ওপর গুলি ছুড়ে কিশোরীকে উদ্ধার করল বিজিবি

ভারতীয় দুর্বৃত্তদের ওপর গুলি ছুড়ে কিশোরীকে উদ্ধার করল বিজিবি

নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় ভারতীয় দুবৃর্ত্তদের ওপর ফাঁকা গুলি ছুড়ে পাচারের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে তিন বাংলাদেশি মানবপাচারকারী দালালকে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।


আটকরা হলেন, মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ইলাহী মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৩১), একই গ্রামের আবু তালেব খলিফার ছেলে রুবেল (৩২) ও রেজাউল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২৯)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে  কুমিল্লা পাড়া এলাকায় ৭ থেকে ৮ জনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবি টহল দল তাদের সামনে যাওয়া মাত্রই কয়েকজন পাচারকারী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

 বিজিবি টহলদল তাদের ধাওয়া করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিউলী খাতুনসহ ৪ জনকে আটক করে। এ সময় আটককৃতদের ছাড়িয়ে নিতে তিন থেকে চারজন ভারতীয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ করতে উদ্যত হয়।

আরও পড়ুন


এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করলে মানবপাচারকারী দালালরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। আটকৃত কিশোরী শিউলী খাতুন বিজিবির জিজ্ঞাসাবাদে জানায় সে পাচারের শিকার হয়েছিল। বিজিবিকে সে আরা জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে টিকটক ভিডিও করার নাম করে তাকে ভারতের কোলকাতায় পাঠায়। ভারতে অবস্থানকালে আরো কয়েকজন বাংলাদেশি কিশোরীর সঙ্গে শিউলী আক্তারের পরিচয় হয়।


ভিডিও শুটিংয়ের এক পর্যায়ে শিউলী জানতে পারে যে, তাদের সবাইকেই এখান থেকে মুম্বাই শহরে পাঠানো হবে। 

 
এতে সে ঘাবড়ে যায় এবং মুম্বাই যেতে অস্বীকৃতি জানায়। কোলকাতায় শিউলীকে শারিরীক ভাবে লাঞ্ছিত করা হয়। শিউলী অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবকের সাথে ভারতীয় দালালেরা যোগাযোগ করে শিউলী আক্তারকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মোটা অংকের টাকা দাবি করে। অবশেষে ৪০ হাজার টাকা দিলে বৃহস্পতিবার শিউলীকে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা