ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ খুনিয়াদীঘি

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভতে জুতা পরে ভিডিও বানালেন হিরো আলম, আলোচনা সমালোচনা 

জুতা পরে ভিডিও বানালেন হিরো আলম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা, ছবি: দৈনিক করতোয়া

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় অনুষ্ঠান করতে এসে গতকাল বৃহস্পতিবার রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদীঘি শহিদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি।

এদিন বিকেলে খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভের ওপর জুতা পরে তারা একটি বিনোদনমুলক টিকটক তৈরি করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটিক ভিডিওটি তাদের মোবাইল ফোনে ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনা জানাজানি হলে এলাকার জনগণের মাঝে এনিয়ে তীব্র বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরিহিত অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহিদদের প্রতি চরম অবমাননা এবং এটি বরদাস্ত করা যায় না। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবগত করবো।

আরও পড়ুন

এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন মুঠো ফোনে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে হিরো আলম আমাদের সার্কাসে রাতে শো’ শেষ করে চলে গেছেন। রাত ১১ টায় সংশ্লিষ্ট দি রাজমনি সার্কাসের ম্যানেজার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা