ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নাটোরের হালতিবিলে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

নাটোরের হালতিবিলে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার, প্রতীকী ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের হালতিবিলের একটি রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া-হালতি গ্রামের মাঝখানে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে হালতিবিলের খোলাবাড়িয়া ও হালতি গ্রামের মাঝখানে একটি পাকা সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মরদেহে আঘাত ও জখমের চিহ্ন ছিল। তাকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার পর এই স্থানে ফেলে রেখে গেছে। অথবা ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। কারণ মৃত ব্যক্তিটি হয়তো অটোরিকশা চালক কিংবা মোটরসাইকেল আরোহী হতে পারেন। তার অটোরিকশা কিংবা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে এ স্থানে ফেলে রেখে যেতে পারে। এসব বিষয়গুলির ওপর গুরুত্ব দিয়ে কারা, কি উদ্দেশ্যে, কখন, কীভাবে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা