সাদ’পন্থীদের নিষিদ্ধের দাবিতে নাটোরে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
নাটোর প্রতিনিধি : টঙ্গির ইজতেমা মাঠে সাদ’পন্থীদের হামলায় হতাহতের ঘটনার বিচারসহ সারাদেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে তাবলীগের জুবায়ের অনুসারী ও ওলামায়ে কেরামগণ।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বাদ জুমা নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাইপুর মারকাজ মসজিদে গিয়ে শেষ হয়। এর আগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা তাবলীগের সাদ’পন্থীদের দিল্লির ষড়যস্ত্র বাস্তবায়নকারী আখ্যায়িত করে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানান।
আরও পড়ুনএসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ,ছাত্র নেতা কাউসার শাফি প্রমুখ।
মন্তব্য করুন