ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত পদার্থ প্রয়োগে গাছ মেরে ফেলার অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত পদার্থ প্রয়োগে গাছ মেরে ফেলার অভিযোগ, ছবি: দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তায় লাগানো গাছে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মেরে ফেলা হচ্ছে। তালগাছসহ বিভিন্ন গাছ মেরে ফেলে সে গুলো কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা বন বিভাগ বিষয়টির কোন ব্যবস্থা নিচ্ছেন না বলেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে।

জানায়ায়, আদমদীঘি উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের আওতায় সরকারি রাস্তা গুলোতে সরকারি ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বন বিভাগ কর্তৃক তালগাছ, ফলদ ও বনজ বিপুল পরিমান গাছ লাগিয়ে বনায়ন করা হয়েছে। বিশেষ করে বজ্রপাত সহনীয় হিসাবে ওইসব রাস্তায় বিপুল তালগাছ রোপন করা হয়েছে। বর্তমানে গাছ গুলো অনেক বড় হয়েছে। এদিকে কিছু ব্যক্তি রাস্তার পাশে জমি ভরাট করে সেখানে বাড়ি নির্মান করছেন। বাড়ি নির্মানের কারনে তাদের বাসার সামনে রাস্তায় বড় হওয়া গাছ কৌশলে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মেরে ফেলে সরকারি জায়গা ও বাড়ির সামনে ফাঁকা করছে। আবার কেউ মেরে ফেলা গাছ রাতের আধারে কেটে বিক্রি করছে। বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির কোদবাবুর থেকে ডুমুরী গ্রাম হয়ে নসরতপুর বাজার অভিমুখী রাস্তায় লাগানো বড় আকারের কয়েকটি তালগাছ জনৈক ব্যক্তির নির্মানাধীন বাড়ির সামনে হওয়ায় বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, ওই ব্যক্তি তালগাছ কৌশলে মেরে ফেলার বিষয়টি অকপটে স্বীকার করেছে। 
বিভাগের কর্মকর্তা আক্তারুজ্জামান জানান তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা

‘আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না’