ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

টিকটক করায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা স্বামীর, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : বরগুনার আমতলীতে ‘টিকটক করা’ নিয়ে পারিবারিক কলহের জেরে জুবেয়ারা জান্নাতি (১৭) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইমন সরদারের (১৮) বিরুদ্ধে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবেয়ারা জান্নাতি ওই এলাকার সুমন রশিদীর মেয়ে। অভিযুক্ত ইমন সরদার একই এলাকার আল-আমিন সরদারের ছেলে। এ ঘটনার পর ইমন আত্মহত্যার চেষ্টা করে বলে খবর পাওয়া গেছে।

জান্নাতির বাবা সুমন রশিদী অভিযোগ করেন, টিকটক করায় তার মেয়ের চুল কেটে অমানুষিক নির্যাতন চালান ইমন। এতে জান্নাতি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালে ফেলে বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইমন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, ইমন ও জুবেয়ারা জান্নাতির প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ বিষয়ে জানতে ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান। প্রাথমিকভাবে জানা গেছে, টিকটক করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা