সেরা প্লেমেকারের পুরস্কার জিতলেন বেলিংহ্যাম
স্পোর্টস ডেস্ক : গত দুই বছর বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাবের পর এবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিক (আইএফএফএইচএস) এর সেরা প্লেমেকারের পুরস্কার জিতলেন জুড বেলিংহ্যাম। ম্যানচেস্টার সিটি কেভিন ডি ব্রুইনা ও সাবেক সতীর্থ টনি ক্রুসকে পেছনে ফেলে ২০২৪ সালে বিশ্বের সেরা প্লেমেকারের পুরস্কার জিতেছেন এ রিয়াল মাদ্রিদ তারকা।
বছরজুড়ে রিয়াল ও ইংল্যান্ডের হয়ে মাঠে দারুণ সময় কাটিয়ে ১৩৩ পয়েন্ট নিয়ে সেরা নির্বাচিত হয়েছেন বেলিংহ্যাম। ৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন কেভিন ডি ব্রুইনা। ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন টনি ক্রুস। জার্মানির জামাল মুসিয়ালা ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন। আইএফএফএইচএস এর ইতিহাসে সর্বোচ্চ ৫ বার সেরা প্লেমেকারের পুরস্কার জেতা লিওনেল মেসি ৫৩ পয়েন্ট নিয়ে এবার পঞ্চম হয়েছেন। ইউরোপ ছাড়লেও আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে দারুণ একটি বছর কাটিয়েছেন তিনি।
আরও পড়ুনএদিকে আইএফএফএইচএস এর চলতি বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের তুলনায় ২৫ পয়েন্ট বেশি পেয়েছেন তিনি। ১৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন ভিনিসিউস। ৬২ পয়েন্ট নিয়ে এ ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বেলিংহ্যাম। অন্যদিকে একক আধিপত্য নিয়ে চলতি বছর সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামিনে ইয়ামাল। তিনি পেয়েছেন ৩০৩ পয়েন্ট। দ্বিতীয় হওয়া আর্দা গুলার পেয়েছেন ৫১ পয়েন্ট।
মন্তব্য করুন