নালিতাবাড়ীতে নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তারা বেড়াতে এসে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়। ওই দুই শিক্ষার্থী মামাতো - ফুফাতো ভাই।
নিহতরা হলেন - ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার আহাম্মদ আলীর ছেলে মিহান (১৯) ও ময়মনসিংহ সদরের হুমায়ুন কবীরের ছেলে সাজিত (১৩)। এর মধ্যে মিহান এইচএসসি পরীক্ষার্থী ও সাজিদ সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুননালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ভোগাই নদী হতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন