ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করে হত্যা

নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে ডেকে নিয়ে সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের সামনে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ১১টার দিকে ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাধবদী থানার ওসি নজরুল ইসলাম।

নিহত হুমায়ুন কবির (৩০) মেহেড়পাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে।

নিহতের ভাতিজা তন্ময় বলেন, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন।

রাত ১১টার দিকে একই এলাকার পরিচিত দুই যুবক কথা বলার জন্য হুমায়ুনকে মাছের আড়ত মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা।

এসময় তন্ময় এগিয়ে গেলে তার দিকেও গুলি ছুড়ে দুর্বৃত্তরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তখন মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন

পরে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে রাত পৌনে ১২টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, বুকে ও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত হুমায়ুনের বিরুদ্ধে তিনটি মাদকসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।

তিনি বলেন, “ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি। ”

ওসি আরও বলেন, “ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ জানাসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

নওগাঁর পোরশায় মাদকসহ যুবলীগের সাবেক নেতা আটক

সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাস খাদে পড়ে ১০ সেনার মৃত্যু

যমুনার সামনে যেতে বাধা,শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে: পররাষ্ট্র উপদেষ্টা