ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, ছবি: সংগৃহীত

প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। রোববার (২২ ডিসেম্বর) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এদিন সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লি স্কোর ৫৯৮। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তালিকায় দুই নম্বরে ২৯১ স্কোর নিয়ে আছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২৮৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর।

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বায়ু দূষণের তালিকায় ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল ঢাকা। এছাড়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ২৫৭ স্কোর নিয়ে ঢাকা তৃতীয় স্থানে এবং শুক্রবার (২০ ডিসেম্বর) ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। এ নিয়ে আজকে চতুর্থ দিনের মত ঢাকার বাতাস নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার সামনে যেতে বাধা,শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে: পররাষ্ট্র উপদেষ্টা

বগুড়া মোকামতলায় অস্ত্র-মাদকসহ আটক ৪

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বনানীর সড়ক অবরোধ করল প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক