ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাস খাদে পড়ে ১০ সেনার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাস খাদে পড়ে প্রাণ গেল ১০ সেনাসদস্যের। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী তেহরান থেকে সাড়ে চারশ কিলোমিটার দূরে লোরেস্তান প্রদেশের একটি উপত্যকায় এ দুর্ঘটনা হয়।এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। গুরুতর আহত অবস্থায় বাকিদের হাসপাতালে নেয়া হলে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়।
জানা যায়, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় দেরি করে অঞ্চলটিতে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। দুর্ঘটনাকবলিত বাসটিতে ২৭ জন যাত্রী ভ্রমণ করছিল।রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, তাদের সবাই সেনাবাহিনীর সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে।
আরও পড়ুনপ্রসঙ্গত, সড়কের বেহাল দশার কারণে প্রতিবছরই হাজার হাজার প্রাণহানির সম্মুখীন হয় ইরান। মধ্যপ্রাচ্যের দেশটিতে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিবছর ১৭ হাজার মানুষের মৃত্যু হয়।
মন্তব্য করুন