ভিডিও সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁর রাণীনগরে একাধিক স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

নওগাঁর রাণীনগরে একাধিক স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা। প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুলিশের টহল চলাকালে একাধিক স্থানে গাছ কেটে সড়কে ফেলে পরিবহনে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ট্রাক চালকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়  ডাকাতরা। তবে সাথে সাথে পুলিশ পৌঁছলেও কাউকে আটক করতে পারেনি।

উপজেলার করজগ্রাম শাহপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে আবুল হোসেন জানান, তার ট্রাক চালক ধুনটের গোসাইবাড়ী থেকে বালু নিয়ে ফিরছিল। এসময় রোববার ভোর চারটা নাগাদ রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর মোড়ের অদুরে পৌঁছলে ৬/৭জন মুখোশপরা ডাকাত সদস্য গাছ কেটে সড়কে ফেলে পথরোধ করে।

এরপর ধারালো অস্ত্র ধরে চালক ও চালকের সহযোগীকে ট্রাক থেকে নামিয়ে তার কাছে থাকা প্রায় পাঁচ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। সাথে সাথে করজগ্রাম বাজারে পৌঁছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে কাউকে পায়নি। তিনি জানান, সড়কে টহলরত পুলিশ হরিপুর মোড় পার হবার সামান্য কিছু সময়ের মধ্যেই এঘটনা ঘটে।

অপর দিকে আবাদপুকুর বাস কাউন্টার মাস্টার এমরান হোসেন জানান, রাণীনগর থেকে ঢাকাগামী রাহাত ট্রাভেলস নামক একটি বাস যাত্রী নিয়ে যাবার সময় একই সড়কের রঞ্জনিয়া মোড়ের অদূরে পৌঁছলে ডাকাতরা সড়কের একটি গাছ কেটে ফেলে পথরোধ করে।

আরও পড়ুন

এসময় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। তবে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌছার কারণে কোন মালামাল লুট বা ক্ষতি করতে পারেনি বলে জানান এমরান হোসেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন জানান, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। তবে কোন মালামাল বা টাকা পয়সা লুটের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সুবিধা দিতে একটি গোষ্ঠী গুচ্ছে পক্ষে: জবি শিক্ষক সমিতি

জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন গজনী অবকাশে

যমুনায় অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, সনাক্ত হয়নি ৬ দিনেও

বগুড়ার শেরপর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীসহ নিহত ২