ভোলায় ডাকাত বাহিনীর প্রধান র্যাবের হাতে আটক
ভোলায় দুর্ধর্ষ ফজলু ডাকাত বাহিনীর প্রধান ওরফে ফজুল (৪৫) ডাকাতকে আটক করেছে র্যাব-৮ এর একটি টিম।
আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক ফজুল বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মো. হাফিজ মাঝির ছেলে।
আরও পড়ুনর্যাব জানায়, আটক ডাকাত ফজলু ভোলায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন, তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, ডাকাতি, মাদক, চুরি, হত্যার চেষ্টা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের মোট ১২টি মামলা রয়েছে।এর মধ্যে বোরহানউদ্দিন থানার ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলো সে।
র্যাব আরও জানায়, মেঘনায় জেলেদের ভয়ভীতি প্রদর্শন করে মৎস্যঘাট দখলসহ বিভিন্ন রকম চাঁদাবাজি করতেন। তার অত্যাচারে সাধারণ মানুষ ছিলো নিপীড়িত। পরে আটককৃত আসামিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন