ভিডিও সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটের কালাইয়ে পুকুর থেকে পাহাড়াদারের মরদেহ উদ্ধার 

জয়পুরহাটের কালাইয়ে পুকুর থেকে পাহাড়াদারের মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই উপজেলার বলিগ্রাম হিন্দুপাড়া বনপুকুর থেকে রজ্জব আলী (৫৬) নামে এক পুকুর পাহাড়াদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম হিন্দুপাড়া বনপুকুর থেকে স্থানীয়রা লাশ ছিলিমপুর গ্রামে নিলেও পরে পুলিশ বাড়ি থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

নিহত রজ্জব আলী উপজেলার মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে। তিনি বলিগ্রাম হিন্দুপাড়া বনপুকুরের পাহাড়াদার হিসেবে নিয়োজিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রজ্জব আলী গত শনিবার দিবাগত রাতে ছিলিমপুর বাড়ি থেকে বলিগ্রাম হিন্দুপাড়া বনপুকুরে যান।

এরপর আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় লোকজন ওই পুকুর পাড় হয়ে মাঠে কাজ করতে যাওয়ার পথে লাশ দেখে চিৎকার করতে থাকে। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রজ্জব আলীর মরদেহ পুকুরে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই নিহতের পরিবারের লোকজন লাশ পুকুর থেকে তুলে ছিলিমপুর গ্রামে নিয়ে আসে।

আরও পড়ুন

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ না পেয়ে নিহতের বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বড়ভাই হামেদ আলী বলেন, আমার ছোট ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ না পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সুবিধা দিতে একটি গোষ্ঠী গুচ্ছে পক্ষে: জবি শিক্ষক সমিতি

জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন গজনী অবকাশে

যমুনায় অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, সনাক্ত হয়নি ৬ দিনেও

বগুড়ার শেরপর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীসহ নিহত ২