ভিডিও সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় জড়িতরা অধরা

বগুড়ায় ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় জড়িতরা অধরা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কলোনী বটতলায় দিনের বেলায় তারেক (৪০) নামে গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় কেউ গ্রেপ্তার বা টাকা উদ্ধার হয়নি। দু’দিন পেরিয়ে গেলেও দুর্বৃত্তরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

এদিকে, ছুরিকাহত তারেক বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আহত তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের ছেলে এবং কলোনী এলাকায় মালিয়া এন্টারপ্রাইজ (যমুনা গ্যাস এর ডিস্ট্রিবিউটর) এর ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, তারেক সকালে নিজ বাসা হতে টাকা ভর্তি ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর পথে তিনি উল্লেখিত স্থানে দুর্বৃত্তদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তারেককে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতলে ভর্তি করে দেয়।

আরও পড়ুন

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দীন বলেন, তারেক নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আজ রোববার (২২  ডিসেম্বর) পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সুবিধা দিতে একটি গোষ্ঠী গুচ্ছে পক্ষে: জবি শিক্ষক সমিতি

জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন গজনী অবকাশে

যমুনায় অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, সনাক্ত হয়নি ৬ দিনেও

বগুড়ার শেরপর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীসহ নিহত ২