কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজারহাট তিস্তা মহাসড়কের মন্ডলের বাজার এলাকায়। সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মহিরউদ্দিন (৮৬)। তিনি রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পুনঃকর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ী তাকে ধাক্কা দিলে সে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে ধারণা করে এলাকাবাসী।
আরও পড়ুনপরে এলাকাবাসীই তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে জানাজা শেষে দাফন করে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
মন্তব্য করুন