ভিডিও বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নিজেদের মাঠে লিভারপুলে বিধ্বস্ত টটেনহ্যাম

নিজেদের মাঠে লিভারপুলে বিধ্বস্ত টটেনহ্যাম, ছবি: সংগৃহীত ছবি: দৈনিক করতোয়া, ছবি: প্রতিকী,

স্পোর্টস ডেস্ক : টটেনহ্যামের মাঠে গিয়ে তাদেরকেই বিধ্বস্ত করেছে লিভারপুল। রোববার রাতের ম্যাচে মো. সালাহ ও লুইস দিয়াজের জাদুতে ৬-৩ গোলে জিতেছে অল রেডসরা।

আরও পড়ুন

লন্ডনে ম্যাচের ২৩ মিনিটে প্রথম লিড নেয় লিভারপুল। গোল করেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। ৩৬ মিনিটে ম্যাক অ্যালিস্টার ব্যবধান ২-০ করেন। টটেনহ্যামের ইংলিশ মিডফিল্ডার জেমস মেডিসন ৪২ মিনিটে গোল করে ম্যাচে ফেরার বার্তা দেন। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সজোবোজলাই গোল করে কতৃর্ত্বের সঙ্গে প্রধমার্ধ শেষ করেন। দ্বিতীয়ার্ধে দেখা যায় মিশরীয় তারকা সালাহর জাদু। ৫৪ ও ৬১ মিনিটে গোল করেন তিনি। অল রেডসরা ৫-১ গোলের লিড নেয়। ম্যাচ একপ্রকার শেষ হবার পর ৭২  ও ৮৩ মিনিটে গোল করে ব্যবধান ৫-৩ করে টটেনহ্যাম। পরে ৮৫ মিনিটে দিয়াজ নিজের দ্বিতীয় গোল করে লিভারপুলের গোল সংখ্যা ৬ করেন ও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস

পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ

প্রযুক্তির ছোঁয়ায় কদর কমেছে ডাকবাক্সের

ইজতেমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

বগুড়ায় ওলামা মাশায়েখ ও তাবলিগ সাথি ভাইদের বিক্ষোভ সমাবেশ

বগুড়ার শিবগঞ্জে জমিতেই নষ্ট হচ্ছে কপি