বগুড়ার আদমদীঘিতে বাড়ির গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সামনে মহাসড়কের পাশে একটি বাড়ির মেইন গেটের তালা ভেঙে শফি মাহমুদ তালুকদার উজ্জ¦ল নামের এক ওষুধ ব্যবসায়ীর ইয়ামাহা ফেজার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। ওষুধ ব্যবসায়ী উপজেলার উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে।
শফি মাহমুদ তালুকদার উজ্জ্বল জানান, গতকাল রোববার সারাদিন ওই ভাড়া বাসার নিচতলার মেইন গেটের ভিতর গ্যারেজে তার ব্যবহৃত ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ছিল। তিনি আদমদীঘি বাজারে তার ওষুধের দোকানে বেচাকেনা করার পর রাতে বাসার ২য় তলায় ঘুমিয়ে পড়েন। সকালে দেখেন বাসার মেইন গেটের তালা ভেঙে চোরচক্র তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
আরও পড়ুনপরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাসার মালিকের মোটরসাইকেলটি হাসাপাতাল গেটের সামনে চোরচক্র ফেলে রেখে গেলেও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন