বগুড়ার সোনাতলায় সাব্বির হত্যা মামলার আসামি তিন আ’লীগ কর্মী গ্রেপ্তার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় স্কুলছাত্র সাব্বির হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশত্যাগের সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় আনন্দ মিছিল বের করেন।
সেই মিছিল থেকে বাড়ি ফেরার পথে গাবতলী উপজেলার তেলীহাটা গ্রামের বাসিন্দা ও সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার শিক্ষার্থী সাব্বির হাসান মিছিল শেষে বাড়ি ফিরছিল। এসময় শিহিপুর পশ্চিম পাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তদের হামলার শিকার হয় ওই শিক্ষার্থী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।
পরে ৭ আগস্ট ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে সাবেক স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটনসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। গত রোববার সোনাতলা থানা পুলিশ উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকা থেকে ওই হত্যা মামলার আসামি শিহিপুর পশ্চিম পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মিয়া (২৪), খয়বর আলীর ছেলে মিন্টু মিয়া (২৩), বেলাল মোল্লার ছেলে লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করে।
আরও পড়ুনএছাড়াও ওয়ারেন্টমূলে একই এলাকার রনজু মিয়ার ছেলে কাফি মিয়াকে (২৪) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, তাদের বিরুদ্ধে স্কুলছাত্র সাব্বির হত্যা মামলা রয়েছে। সেই মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন