ভিডিও বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বান্দরবানের সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বান্দরবানের সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক:  খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষ্যে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় উপহারসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রুমা সেনা জোনের (৩৮ ই বেঙ্গল) তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

রুমা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ক্যাপলংপাড়া এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় গির্জাগুলোতে বাইবেল ও কোমলমতি শিশুদের মাঝে খেলনা বিতরণ করেন।

এছাড়াও শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্রও বিতরণ করে সেনাবাহিনী। 

আরও পড়ুন

এ সময় উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সরেজমিন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ

বগুড়ায় পৃথক মারপিটের ঘটনায় চারজন আহত  

পল্লীকবি জসীম উদদীনের মেজ ছেলে ড. জামাল আর নেই

জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক

বগুড়া সদরের সাবেক এমপি অসুস্থ রিপুকে ঢাকায় প্রেরণ