ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিপিএল দিয়েই মাঠে ফিরছেন সাইফউদ্দিন

বিপিএল দিয়েই মাঠে ফিরছেন সাইফউদ্দিন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছর ধরেই চোটের কবলে পেস অলরাউন্ডারকেমোহাম্মদ সাইফউদ্দিন। একবার চোট থেকে ঠিকঠাক সেরে না উঠতেই ফের চোট গ্রাস করছে তাকে। সবশেষ গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে চোটে পড়ে এখনো মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও সে চোট কাটিয়ে আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

গ্লোবাল টি-টোয়েন্টিতে চোটে পড়ার কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি সাইফউদ্দিন। তবে দেশে ফিরেই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। সাইফউদ্দিন ব্যাক সাইডের চোটের জন্য অনুশীলনে সময় দিচ্ছেন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় তাকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। ট্রেনার হিসেবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফউদ্দিন। 

সম্প্রতি এই ট্রেনার গণমাধ্যমকে জানিয়েছেন, বিপিএল দিয়েই মাঠে ফিরতে চলেছেন সাইফউদ্দিন। ইফতির ভাষায়, ‘সাইফউদ্দিন এখন ভালো আছে। ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএলের শুরু থেকেই ও থাকবে। পুরোপুরি রিদমেই পাওয়া যাবে তাকে। বোলিং বলেন বা ব্যাটিং বলেন।’ 

আরও পড়ুন

প্রসঙ্গত, গত বিপিএলে ফরচুন বরিশালে টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েও দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাইফুদ্দিন। ব্যাট-বলে তার অবিশ্বাস্য পারফরম্যান্সে শিরোপা ছুঁয়ে দেখে বরিশাল। এবার রংপুরের জার্সিতে শিরোপার মিশনে মনযোগী হবেন এই অলরাউন্ডার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

বগুড়ায় সরেজমিন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ

বগুড়ায় পৃথক মারপিটের ঘটনায় চারজন আহত  

পল্লীকবি জসীম উদদীনের মেজ ছেলে ড. জামাল আর নেই

জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক