সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট।
বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ৩টা ২৭ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
আরও পড়ুনফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রেজাউল করিম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সচিবালয়ে বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে আগুনে সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ৩টা ২৭ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট বলেও জানান রেজাউল।
মন্তব্য করুন